1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন

ওসি মাহাফুজারকে অপসারণ ও ৪ দফা দাবীতে ১০ জুন গাইবান্ধা শহরে হরতাল সমর্থনে বিক্ষোভ

রানা রহমান
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
বিশেষ প্রতিনিধি গাইবান্ধাঃ
গাইবান্ধার বিশিষ্ট ব্যবসায়ী হাসান আলী হত্যার প্রতিবাদে সদর থানার ওসি মাহাফুজার রহমানকে অপসারণ ও ৪দফা দাবীতে আগামী ১০ জুন বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে দুপুর ২টা পর্যন্ত গাইবান্ধা জেলা শহরে হরতাল আহবান করেছে হাসান হত্যার প্রতিবাদী মঞ্চ।
হরতালের সমর্থনে জুন ৭ সোমবার শহরের বিভিন্ন স্হানে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, নিহত হাসান আলীর স্ত্রী বিথি বেগম,, ভারতের দার্জিলিংয়ে অধ্যায়নরত সন্তান কায়েস, মঞ্চের সমন্বয়ক আমিনুল ইসলাম গোলাপ, জাসদের সভাপতি গোলাম মারুফ মনা ,সিপিবির সভাপতি মিহির ঘোষ ,জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম বাবু ,সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক মনজুরুল আলম মিঠু, বাসদ মার্কবাদী নেতা আবু রাহেল ,কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোস্তফা মনিরুজ্জামান ,ওয়ার্কাস পার্টির নেতা মৃণাল কান্তি ,জাতীয় শ্রমিক জোটের সদস্য সচিব নুর মোঃ বাবু সহ অন্যান্যরা।
পথসভায় বক্তাদের ন্যায় কান্নাজড়িত কন্ঠে হাসান আলির বিধবা স্ত্রী তার স্বামী হত্যার বিচার ও সন্তান তার বাবা হত্যার সঠিক বিচারের জন্য সকল ব্যবসায়ী, রিক্সা চালক ,অটোরিকশা চালক,জেলার ছোট বড় যানবাহন চালকদের প্রতি আগামী ১০ জুন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালনের আহবান জানান।
উল্লেখ্য, চলমান বছরের গত ৫ মার্চ জুতা ব্যবসায়ী হাসান আলীকে অপহরণ করে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানা। এরপর তাকে উদ্ধারের দাবিতে হাসানের স্ত্রী বিথী বেগম থানায় অভিযোগ করলে মাসুদের বাড়ি থেকে উদ্ধারের পর অপহৃত ব্যবসায়ী হাসান আলীকে আবারও অপহরণকারী মাসুদের জিম্মায় দেয় সদর থানা পুলিশ। টানা একমাস মাসুদের বাড়িতে আটক অবস্থায় থাকার পর গত ১০ এপ্রিল শনিবার মাসুদের বাড়ির টয়লেট থেকে ব্যবসায়ী হাসান আলীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে মোবাইল থেকে ক্ষুদে বার্তায় হাসান আলী স্বজনদের জানান মাসুদ রানা তাকে আটকে রেখে নির্যাতন করে এবং থানায় পুলিশের উপস্থিতিতে তার কাছ থেকে মিথ্যা অঙ্গীকার নেয়। ওই দিনই মাসুদকে আটক করে পুলিশ। পরদিন দলীয় পদ থেকে রোববার মাসুদকে অব্যাহতি দেওয়া হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বিথী বেগম বাদী হয়ে মাসুদ রানা, রুমেন হক খলিলুর রহমান বাবুকে আসামি করে সদর থানার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ এনে সদর থানায় মামলায় করেন। ওই মামলায় মাসুদ রানাকে গ্রেফতার দেখিয়ে চারদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠায় পুলিশ। অন্যদিকে ব্যবসায়ী হাসান আলীকে উদ্ধারের পর থানা থেকে অপহরণকারী মাসুদ রানার হাতে তুলে দেয়ার ঘটনায় পুলিশের সম্পৃক্ততা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারীকে আহবায়ক, অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের ও পুলিশ পরিদর্শক আব্দুল লতিফকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। ওই কমিটি তদন্ত শেষে ২০ এপ্রিল মঙ্গলবার বিকেলে তদন্ত প্রতিবেদন জমা দেয়। ঘটনার পরপরই হাসান আলী হত্যার বিচার দাবীতে ফুঁসে ওঠে গাইবান্ধার সর্বস্তরের মানুষ। মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখে রাজনীতিক, ব্যবসায়ী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। গঠন করা হয় হাসান হত্যা প্রতিবাদ মঞ্চ। এ মঞ্চের উদ্যোগে ব্যবসায়ি হাসান আলী হত্যার বিচার দায়িত্বে অবহেলার জন্য সদর থানার ওসি মাহাফুজার রহমানকে অপসারণ ও ৪ দফা দাবীতে আন্দোলন চলমান রয়েছে। এ দাবীতে  আন্দোলন চলমান থাকার পরেও কোন ব্যবস্থা গ্রহন না করায় বাংলাদেশ পুলিশের আইজিপি বরাবরে দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করে। চলমান আন্দোলনের অংশ হিসাবে আগামী ১০ জুন বৃহস্পতিবার সকাল ৬ টা হতে দুপুর ২ টা পর্যন্ত হরতাল আহবান করা হয়েছে। এ হরতাল সমর্থনে ১০ জুনের আগে লাগাতার বিক্ষোভ ও পথসভা চলমান রেখেছে  হাসান হত্যার প্রতিবাদী মঞ্চ  ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি