গাইবান্ধা শহরের ফোরলেন রাস্তা নির্মানে ঠিকাদারের গাফিলতি ও অনিয়ম । এদের ভুল দেখার কেউ নেই, গাইবান্ধায় রাস্তার কাজেও দূর্নীতি হচ্ছে।
গাইবান্ধা শহরের ফোরলেন রাস্তা নির্মানে ডিবি রোডের ১নং ট্রাফিক মোড় থেকে পৌর পার্ক পর্যন্ত পাকা রাস্তা মেরামতে ধুলাবালি ও কাদা মাটি ঠিকমতো পরিস্কার না করে এসবের উপরে ফেলছে পিচ। সে সাথে নিম্নমানের পিচ ও বিটুমিন দিয়ে ফোরলেনের রাস্তা নির্মান করছে অসাধু ঠিকাদার। ফলে রাস্তার স্থায়িত্ব ও গুনগত মান নষ্ট হচ্ছে। এতে করে রাস্তার স্থায়িত্ব নষ্ট হওয়ার পাশাপাশি সরকারের লোকসান হবে।
কিছু সচেতন মহল জানান- নিম্নমানের পিচ ও বিটুমিন দিয়ে ফোরলেনের রাস্তা নির্মান করছে ঠিকাদার। পিচে ডিজেল না দিয়ে কেরোসিন দিচ্ছে। এতে করে নিম্নমানের হচ্ছে রাস্তা। ফলে রাস্তার স্থায়িত্ব শক্তিশালী হচ্ছে না। অল্পকদিনে রাস্তার পিচ কার্পেটিং উঠে যাবে। এতে করে জনগন যেমন ভুগবে। তেমনি সরকারের টাকা লোকসান হবে।
সচেতন মহল এ বিষয়ে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষের সু- দৃষ্টি কামনা করেছেন।