জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে চিলমারী বন্দর নিয়ে গান গেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (০৮ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
এর আগে তিনি ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারী, নয়ারহাট) নদী বন্দর নির্মাণ প্রকল্পের অনুমোদন দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চিলমারী নিয়ে একটা গান আছে, ‘ওকি গাড়িয়াল ভাই…হাঁকাও গাড়ি তুই চিল মারির বন্দরে রে’। আপনারা এই গানটা কেউ জানেন?এ সময় মন্ত্রিসভার এক সদস্য বলেন, ‘গানটি আমি জানি কিন্তু, গানটি গাওয়া শুরু করলে এখানে কেউ বসে থাকতে পারবে না’। মঙ্গলবার রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক সভায় ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, চিলমারী এলাকায় প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী ‘হাঁকাও গাড়ি তুই চিলমারির বন্দরে রে’ গানটির লাইন স্মরণ করেন। ’
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তাদের লম্বা ট্রেনিং দিতে বলেছেন প্রধানমন্ত্রী। এছাড়া দক্ষিণাঞ্চলের জন্য বেশি করে সাইলো নির্মাণ করতে বলেছেন’।
ড্রেজিং প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, স্লুইস গেট নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর আপত্তি আছে। পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বাধা সৃষ্টি করে এমন অবকাঠামো নির্মাণ করা যাবে না। নিয়মিতভাবে মেইনটেন্সে ড্রেজিং করতে বলেছেন তিনি।