নিজস্ব প্রতিবেদক
ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার খাদ্য মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সঙ্গে দ্বিপাক্ষিক বহুবিষয় আলোচনা করেন ভারতীয় হাইকমিশনার। বৈঠকে চলমান করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশের ভূয়শী প্রশংসা করেন ভারতীয় হাইকমিশনার।
খাদ্যমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের যে সুসম্পর্ক তৈরি হয়েছে তা দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দু’দেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়। বৈঠকে ভবিষ্যতেও দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।
বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে বলেই এ করোনা মহামারির সময় আমরা একসঙ্গে কাজ করেছি।