অবশেষে বেনিয়ামিন নেতানিয়াহু’র এক যুগের শাসনের অবসান ঘটিয়ে নতুন যুগে প্রবেশ করলো ইসরায়েল। রবিবার (১৩ জুন) অনুষ্ঠিত গণভোটে জোট সরকারের জয়ের মাধ্যমে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন নাফতালি বেনেত।
ইসরায়েলের সংসদ “নেসেট” এর ৬০ সদস্য জোট সরকারের পক্ষে, ৫৯ সদস্য জোটের বিপরীতে এবং একজন সদস্যের অনুপস্থিতে এই ভোট গ্রহণ সম্পন্ন হয়।
চুক্তি অনুযায়ী বেনেত আটদলীয় জোট সরকারের হয়ে ক্ষমতার প্রথম দুই বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। পরে জোটের স্থপতি লাপিদের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।
সূত্রঃ রয়টার্স