ফেনী: ফেনীর দাগনভূঞায় মশার কয়েলের আগুনে দ্বগ্ধ হয়ে আবুল হাসেম মানিক (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে নেয়ার পথে তার মৃত্যু হয়। আবুল হাসেম মানিক উপজেলার রাজাপুর ইউনিয়নের গণিপুর গ্রামের মনুভূঞা বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতির দায়িত্বে ছিলেন। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রোববার ভোরে মশার কয়েলের আগুন থেকে বিছানায় দগ্ধ হয় মানিক। তাকে উদ্ধার করে সকালে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার অবনতি হলে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হোসেন ভূঞা বলেন, মানিকের শরীরের ৮০ ভাগের বেশি দগ্ধ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।