যশোর স্থল বন্দর বেনাপোল পোর্ট: বেনাপোল হ্যাণ্ডলিং শ্রমিক ইউনিয়ন ( ৮৯১ -৯২৫ ) এর শ্রমিকরা সরকারের স্বাস্হ্য নীতি মেনে দুরত্ব বজায় রেখে মালা মাল গাড়ী থেকে লোড আনলোড করছেন বলে জানালেন মো: কলিমউদ্দিন মোল্যা । সভাপতি বেনাপোল হ্যাণ্ডলিং শ্রমিক ইউনিয়ন শার্শা , যশোর ।
তিনি আরো বলেন , অন্যান্য জেলার তুলনায় আমার বেনাপোল একেবারে ভারতীয় সীমানার জিরো পয়েণ্ট এই বেনাপোল । ভারত – বাংলাদেশের দুই দেশের ডাইভার ও শ্রমিকদের কে একই কাতারে কাদমিলিয়ে মালমাল লোড-আনলোড করতে হয় । অনেক সময় কাজ করতে গেলে একটু ব্যাতিক্রম হতে পারে তবে আমার দুই ইউনিয়নে মোট শ্রমিক সংখ্যা ১৬ শত জন । আমাদের কথাহলো , করোনা রোধ কল্পে আমরা সবাই স্বাস্হ্য নীতির বাইরে কোন কাজ করবো না । পোর্ট অভ্যন্তরে চলছে চলছে কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনা । এছাড়া পোটের ভিতর নিরাপত্তার নিয়োজিত আনসার। বিজিবি সহ সকলেই শতর্কতায় সাথে স্বাস্থ্য নীতি মেনে কাজ করছেন ।