বিশেষ প্রতিনিধি গাইবান্ধা : বৃহত্তম-প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসাবে গণমানুষের পাশে ৭২ বছর – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার সংগ্রাম থেকে মুক্তিযুদ্ধ, স্বদেশ বিনির্মাণ এবং তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশের মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন জননেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ বিশ্বের বুকে সফল রাজনৈতিক সংগঠন হিসাবে দেশের ও জনগণের উন্নয়নে কাজ করছে। মেড ইন বাংলাদেশ বিশ্বের আমরা বেশ ।
২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনালগ্নে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আজ ২৩ জুন রাত্রী ১২টা০১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের শুভ সুচনা করেন গাইবান্ধা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি। এ সময় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠার পর থেকে দলটি ধর্মনিরপেক্ষ-অসাম্প্রদায়িক রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদ, গণতান্ত্রিক সংস্কৃতি, শোষণমুক্ত সমাজ নির্মাণের লড়াই-সংগ্রাম করে। একটি আদর্শ- উন্নত সমৃদ্ধ আধুনিক, প্রগতিশীল সমাজ ও রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণে রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক দর্শনের ভিত্তি রচনা করে আওয়ামীলীগ। স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী আওয়ামীলীগ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার গঠন করে ১৯৭১ সালে। ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবার হত্যার পর আওয়ামীলীগে নেমে আসে দুর্যোগ। দ্বিধা-বিভক্ত হয়ে পড়ে বৃহত্তম এই সংগঠনটি। ১৯৮১ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরে দল গঠনের কাজে মনোনিবেশ করেন। মাঠে ঘাটে ঘুরে বেড়ান দলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে। তিনি দিন রাত নিরলস পরিশ্রম করে আওয়ামীলীগকে সমৃদ্ধ ও শক্তিশালী করেন পুনরায়। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির হাতে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসাবে দাড়িয়ে আছে।