নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে করোনার প্রার্দুভাব মোকাবেলায় মাঠে নেমেছেন জেলা প্রশাসক। করোনা সংক্রমণ রোধে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন মার্কেট সড়ক ও বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মাস্ক, হ্যান্ড স্যানিটেইজার ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ১১টার দিকে নরসিংদীর নবাগত জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান এই ক্যাম্পেন শুরু করেন। সম্প্রতি জেলায় করোনার বিস্তার বেড়ে যায়। যা মোট পরীক্ষার ৩১ শতাংশ। ফলে জেলার ২২ লক্ষাধিক মানুষের সুরক্ষার জন্য সকাল ১১টার দিকে জেলা প্রশাসক শহরের ইন্ডেক্স প্লাজা মার্কেটের সামনে থেকে সচেতনতা মূলক ক্যাম্পেইন শুরু করেন। সেখান থেকে শহরের বাজির মোড় হয়ে পৌরসভার মুক্তিযোদ্ধা চত্বরসহ বাসস্ট্যান্ড এলাকায় এ ক্যাম্পেন পরিচালনা করা হয়। এসময় জেলা প্রশাসক সাধারন মানুষের সাথে কথা বলেন এবং যারা মাস্ক ব্যাবহার করেন না, তাদেরকে মাস্ক দেন এবং মাস্কের গুরুত্ব তুলে ধরেন। একই সাথে বিভিন্ন মার্কেট এবং দোকানদারদের ‘নো-মাক্স নো-সার্ভিস চালু’ করার অনুরোধ করেন।
নরসিংদী জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খানের সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুসফিকুর রহমান, সদর উপজেলা ইউএনও মেহেদী মোর্শেদ, নরসিংদী সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ প্রমূখ।