ঝিনাইদহ প্রতিনিধি: আমের ন্যায্য মুল্যে নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাগানী ও ব্যবসায়ীরা। আজ দুপুরে সদর উপজেলার কাশিপুর গ্রামে আম বাগানের সামনে এ কর্মসূচী পালিত হয়। এতে অংশ নেই ওই এলাকার শতাধিক বাগানী ও ব্যবসায়ীরা।
এসময় ব্যবসায়ীরা বলেন, আম্পানের কারণে গতবছর লোকসানের সম্মুখীন হয়েছিল তারা। এ বছর লকডাউনের কারণে জেলার বাইরে থেকে কোন পাইকার আসছে না। প্রতিকেজি আম ১০ টাকা থেকে ২৫ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। এতে এবারও লোকসানের আশংকা করছে তারা।
এ অবস্থায় আমের বাজার ব্যবস্থাপনা উন্নত, পরিবহণ সুবিধা ও দেশের বিভিন্ন স্থানে পাঠাতে সরকারের সহযোগিতা কামনা করেন তারা।