ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে করোনার প্রকোপ বৃদ্ধিতে জেলার করোনা রোগীদের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবার। করোনা চিকিৎসায় রোগীদের অক্সিজেন সংকট কাটাতে ২ টি সয়ংক্রিয়ভাবে অক্সিজেন উৎপাদন ও ডিস্ট্রিবিউশনকারী অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ঠাকুরগাঁও সদর হাসপাতালকে প্রদান করেছেন ।
গতকাল রোববার মির্জা ফখরুলের পক্ষ থেকে ছোটো ভাই সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমীন মেশিন দুটি হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ চপলের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট জিপি সাহা, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাকিবুল আলম চয়ন, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।
দাতাদের ধন্যবাদ জানিয়ে হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ চপল জানান, মেশিনগুলো করোনা ইউনিটে মুমূর্ষু রোগীদের জরুরী অক্সিজেন দেয়ার কাজে ব্যবহার করা হবে।
মাজেদুর রহমান,ঠাকুরগাঁও