ফেনী : ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর এলাকার আব্দুল বাতেনের পুত্র আজিম হোসেন শাহাদাত (২০)কে পিটিয়ে হত্যার মামলায় প্রধান আসামি মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপর তিন আসামী গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান মিরসরাই থানার ওসি। জানা যায়, গত শুক্রবার (২৫জুন) রাতে মিরসরাই পৌরসভার হোপ মা ও শিশু হাসপাতালে আজিমকে পিটিয়ে হত্যা করে কাউন্সিলর রাজু এবং তার সহযোগি ফরিদ, তারেক ও জাহিদ।
এ ঘটনায় মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের নিহতের পিতা- আবদুল বাতেন। নিহত শাহাদাতের পিতা আব্দুল বাতেন জানান, শুক্রবার (২৫ জুন) বিকাল ৪ টায় তার পুত্র আজিম হোসেন শাহাদাতকে (২০) কাউন্সিলর রাজুর লোকজন বাসা থেকে তুলে হোপ মা ও শিশু হাসপাতালের ৫ম তলায় নিয়ে যায়। আমি রাত ৮ টার দিকে ছেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই।
সেখানে গিয়ে দেখি হাসপাতালের একটি কক্ষে মোটা লাঠি দিয়ে রাজু ও তার সঙ্গী ফরিদ, তারেক ও জাহিদ আমার ছেলেকে বেদড়ক মারধর করছে। আমি বাঁধা দিলে আমাকে মারধর করেন। রাজু তার হাতে থাকা গাছের লাঠি দিয়ে আমার ছেলের মুখের উপর জোরে আঘাত করলে তার সামনের দুটি দাঁত পড়ে যায়।