1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু; মোট মৃত্যু ৯

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় আহত ইমরান হোসেন (২৫) নামে আরও একজন মারা গেছেন। বুধবার সকাল পৌনে ৭টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে রোববার সন্ধ্যার ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নয়জন মারা গেলেন।

ইমরানের বাবার নাম আবদুল হামিদ। তার বাড়ি টাঙ্গাইলের লাউকাঠি। তিনি বেসরকারি প্রতিষ্ঠান বেঙ্গল মিটে চাকরি করতেন। ।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, ইমরানের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। মগবাজারের বিস্ফোরণের ঘটনায় আহত হন দুই শতাধিক মানুষ। এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাতজন। তাদের মধ্যে অন্তত দু্ইজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার এলাকায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে মূল সড়কের পাশের তিনটি ভবন প্রায় বিধ্বস্ত হয়। আশপাশের অন্তত সাতটি ভবনের কাচ উড়ে যায়। দুমড়েমুচড়ে যায় রাস্তায় থাকা তিনটি বাস। বিস্ফোরণের কারণ ও সূত্রপাত কোথা থেকে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিস্ফোরণে হতাহত হওয়ার ঘটনায় অবহেলা ও অব্যবস্থাপনার জন্য মঙ্গলবার সকালে রমনা থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি