লালমনিরহাটে বানের জল আসতে না আসতেই শুরু হয়েছে তিস্তা ও ধরলা নদী পাওে ভ্ঙাগন। ভ্ঙাগনের কবলে রয়েছে ধরলা পারের কুরল,ফলিমারি,শিবের কুঠি ও তিস্তার গোকুন্ডা ও মহিষখোচা এলাকায়। নদী গুলোর গভীরতা না থাকায় অতি র্অপ জলেই দেখা দেয় ভ্ঙাগন। আজ লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের চরগোকুন্ডা এলাকায় তিস্তা নদীর ভাঙ্গন পরিদর্শন করেছেন পানি উন্নয়ণ বোর্ডেও রংপুর বিভাগীয় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ । তিনি নৌকা যোগে চর গোকুন্ডা গ্রামের নদী তীরবর্তি স্থান ঘুরে দেখেন। এসময় ভাঙ্গন হুমকির মুখে থাকা মসজিদ,শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়ণ প্রকল্পের গৃহগুলো যাতে ভাঙ্গনের মুখে না পড়ে সে ব্যাপারে পদক্ষেপ নেয়ার কথা জানান।