করোনাকালে সীমিত ও মধ্যম আয়ের মানুষের আয় কমে গেছে। তাই বাজারের চেয়ে কম দামে পণ্য কিনতে ভিড় বেড়েছে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে। পণ্য নিয়ে রাস্তায় দাঁড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে বিক্রি।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) গতকাল থেকে ১০০ টাকায় প্রতি লিটার সয়াবিন তেল এবং ৫৫ টাকা কেজি দরে চিনি ও মসুর ডাল বিক্রি করছে। আর বাজারে বোতলজাত এক লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৪৯ টাকা।
ফার্মগেটের খামারবাড়িতে টিসিবির পণ্য বিক্রি করে পরিবেশক মেসার্স হেদায়েত এন্টারপ্রাইজ। দুপুর ১২টায় শুরু করে তাঁর পণ্য বিকেল ৩টার মধ্যেই বিক্রি শেষ হয়ে যায়।