লক্ষ্মীপুর প্রতিনিধি: সারা বিশ্বের সঙ্গে তালমিলিয়ে বেড়ে চলছে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা।এর মধ্যে আতঙ্ক হয়ে আছে জনসাধারণ ধরন যা অতি দ্রুত সময়ে ছড়াতে স্বক্ষম।করোনা আক্রান্ত নিয়ন্ত্রনে রাখতে বাংলাদেশ সরকার কঠোর লকডাউনের ঘোষনা করে প্রজ্ঞাপন জারি করা হয়।সরকারের ঘোষণা অনুযায়ী। লক্ষ্মীপুর জেলার শহরে কঠোর লকডাউন কার্যকর করতে পত্যেক জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী মাঠে তৎপর রয়েছে।আজ মঙ্গলবার (৬ জুলাই)সকাল থেকে( নির্বাহী ম্যাজেস্ট্রেট রিপা মনি দে) লক্ষ্মীপুরে করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়নত্রন রাখার জন্য মাঠে পরিদর্শন করে, দোকান পাট, মার্কেট, বিপনিবিতান বন্ধ রাখতে কঠোর হুশিয়ার করে, জরুরী সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করতে হবে।এছাড়াও ঔষধের ফার্মেসী চিকিৎসা সেবায় নিয়োজিত ছাড়া জনসাধারণের চলাচলে কঠোর রয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন।এদিকে ভ্রাম্যমান আদালত ২৬৯/২৭০নং মামলার ধারা দিয়ে পরিচালনা করে লকডাউন অমান্যকারিদের শতর্ক করে দেন। মোটর সাইকেল, রিক্সা, ট্রাক থামিয়ে
গাড়ির কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স চেক করে জরুরী সেবায় নিয়োজিতদের ছেড়ে দেওয়া হয়। যাদের সাথে মোটর সাইকেল এর কাগজ পত্র ড্রাইভিং লাইসেন্স পাওয়া সম্ভব হয়নি তাদেরকে মোবাইলকোট দিয়ে মামলা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। তবে জুলায় মাসের ১ তারিখ থেকে প্রতিনিয়ত লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম সরকারের দেওয়া কঠোর লকডাউন অমান্য কারীদের জরিমানা করা হবে এবং ৬মাস জেল হবে। করোনা ভাইরাস রোধে মানুষের চলাচলে বিধি-নিষেধ’ আরোপ করে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অতি জরুরি প্রয়োজন ছাড়া, বিধিনিষেধের’ সময় বাড়ির বাইরে যাওয়া যাবে না।বিনা কারণে বাড়ির বাইরে গেলেই গ্রেফতার করা হবে।তিনি আরো জানান, অভিযান চলাকালে জনগণকে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।এদিকে গত ১ জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে কঠোর লকডাউন শুরু করে চলছে ৬ষ্ঠ দিনও, পুলিশ প্রশাসন সেনাবাহিনী মোতায়েন দিয়ে লক্ষ্মীপুর সারা শহরে টহল দিয়ে করোনা মহামারী পরিস্থিতি এড়াতে সকলে মিলে মাঠে রয়েছে।দেখা যাচ্ছে মঙ্গলবারও লক্ষ্মীপুর শহরের বস্রবিতান মহলের মালিকদের আনাগোনা দেখা যায়।শত চেষ্টা করেও সম্ভব হয়নি, বন্ধ দোকান পাট শপিং মহল খোলে বিক্রি করা।এদিকে আজ সকালে ম্যাজেস্ট্রেট লক্ষ্মীপুর চকবাজার মসজিদের পরে মেইন রোড ব্রিজ সংলগ্ন পূর্ব পাশে অগ্রণী ব্যাংক এর নিচে একটি বস্রবিতান খোলে অবৈধভাবে বসেন আছেন বস্রবিতান দোকানের মালিক,তত খানিক একটি বস্রবিতান একটি ইলেকট্রনিকস দোকানে জরিমানা করেন লক্ষ্মীপুর জেলা নির্বাহী ম্যাজেস্ট্রেট রিপা মনি দে।