এদিকে এত চিকিৎসককে একসঙ্গে বদলি নিয়ে উদ্বেগ ও উৎকন্ঠা জানিয়েছেন আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ আবদুস সালাম ও নোয়াখালী জেলা চিকিৎসক সংগঠনের নেতারা।
তারা জানান, এই বদলির ফলে নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ও পরীক্ষা কার্যক্রম পরিচালনা মারাত্মকভাবে ব্যাহত হবে।
আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বদলি হওয়া চিকিৎসকদের নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর জেলা হাসপাতালে বদলি করা হয়েছে। লকডাউন চলাকালে কীভাবে এত দ্রুত তারা কর্মস্থলে যোগদান করবেন সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা।