দেশব্যাপী মহামারী করনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলায় চলছে কঠোর লকডাউন।
করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরও সচেতন হচ্ছেনা মানুষজন।
গাইবান্ধা শহরে কিছু দোকান মালিক-কর্মচারীরা লকডাউনে প্রশাসনের সাথে খেলছে লুকোচুরি খেলা, এদিকে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসনের বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিদিনই জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট চালানো হচ্ছে।
লকডাউন বাস্তবায়নে ও করনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ জুলাই বুধবার গাইবান্ধা শহরের পৌর পার্ক সংলগ্ন সমবায় মার্কেটের নিচ তলায় অভিযান চালিয়ে লকডাউন অমান্য করে ব্যাবসা প্রতিষ্ঠান খোলা সহ বাসা থেকে বের হওয়ায় ৪টি দোকান মালিক-কর্মচারীকে ৬ হাজার টাকা এবং পাল ম্যানশন স্বর্নের মার্কেটে একই অভিযোগ ৯টি দোকানের মালিক- কর্মচারীর নিকট ৫হাজার ৬শ টাকা সহ মোট ১১হাজার ৬শ টাকা জরিমানা করেছেন গাইবান্ধা সদর সহকারী কমিশনার ভূমি জনাব নাহিদুর রহমান।
এ সময় সেনাবাহিনীর মেজর ইশতিয়াক, সাংবাদিক, সেনাবাহিনীর সদস্য ছাড়াও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্যবসায়ীদের সতর্ক করে সহকারী কমিশনার ভূমি নাহিদুর রহমান বলেন- পরবর্তীতে একই অপরাধ করলে জরিমানা না করে জেলে দেয়া হবে।