বরিশালের গৌরনদীতে গত ২৪ ঘন্টায় মহামারি করোনায় এক বৃদ্ধার মৃত্যু ও নতুন করে আরো ১৫জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১০ জনের বাড়ি গৌরনদী উপজেলায়, ৪ জনের বাড়ি পার্শ্ববর্তি উজিরপুর উপজেলায় ও ১ জনের বাড়ি পার্শ্ববর্তি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়।
জানাগেছে, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে অবস্থান করছে। ফলে যোগাযোগ ব্যাবস্থা সুবিধা জনক হওয়ায় এ উপজেলাসহ পার্শ্ববর্তি উজিরপুর, আগৈলঝাড়া, বাবুগঞ্জ, মুলাদী ও পার্শ্ববর্তি মাদারীপুর জেলার কালকিনি উপজেলাসহ আসপাশের এলাকা থেকে এসে রোগীগন এ স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা সেবা গ্রহন করছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মোঃ নিজামূল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাতে গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের রাজিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধ নারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। বুধবার এ স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ জনের নমুনা সংগ্রহ করে জিং এক্সপার্ট ও এন্টিজেন টেস্ট করা হয়। এতে ১৫ জনের দেহে নতুন করে করোনা ভাইরাস সংক্রমনের প্রমান মেলে।