চলমান কঠোর লকডাউনে খাদ্য অভাবে পড়ে বিভিন্ন সময়ে ৩৩৩ নম্বরে কল দিয়ে খাদ্য সহায়তা পেয়েছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৫০ পরিবার। ৩৩৩ থেকে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে খাদ্যসামগ্রী প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এসব পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।
খাদ্যসামগ্রীর প্রত্যেক প্যাকেটে আট কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবন, এক কেজি তেল ও একটি সাবান দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রমুখ।