জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দীর্ঘদিন পর মাঠে ফিরে দলের বিপর্যয়ের মুখে অপরাজিত ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেললেন মাহমুদুল্লাহ। এই রান করতে ২৭৮ বলে ১৭টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি।
মাহমুদুল্লাহর টেস্ট ক্যারিয়ারে এটি সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে তার সর্বোচ্চ স্কোর ছিল ১৪৬।
আগেরদিন ৫৪ রানে অপরাজিত থাকা মাহমুদুল্লাহ আজ তিন অংকের ম্যাজিক ফিগার পৌঁছেন। ক্যারিয়ারের ৫০তম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করে মাইলফলক রাঙান এ অভিজ্ঞ ব্যাটসম্যান। টেস্ট ক্যারিয়ারে এটি ছিল তার পঞ্চম সেঞ্চুরি।
গতবছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে নিজের ৪৯তম টেস্ট ম্যাচ খেলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু ৫০তম ম্যাচের জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ১৬ মাস। রাওয়ালপিন্ডি টেস্টের পর ১৬ মাসের জন্য বাদ পড়ে যান দল থেকে।