বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে পিটার হাসকে। শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশসহ আরও চার দেশে রাষ্ট্রদূত মনোনয়ন দিয়েছেন। অন্য তিনজন হলেন- ভারতে এরিক গার্সেটি, চিলিতে বার্নাডেট মিহান ও মোনাকোতে ক্যাম্পবেল বাওয়ার।
পিটার হাস বর্তমানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে কাজ করছেন। কর্মজীবনে তিনি ভারতের মুম্বাইসহ বিদেশের আরও চারটি মিশন ও কন্স্যুলার সার্ভিসে কাজ করেছেন। ইংরেজির পাশাপাশি হাস ফরাসি ও জার্মান ভাষায় দক্ষ।
শিগগিরই নতুন চারজনের মনোনয়ন চূড়ান্ত করবে মার্কিন সিনেট। মনোনয়ন চূড়ান্ত হলে পিটার হাস বর্তমানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হবেন।
ভারতে রাষ্ট্রদূত হিসেবে এরিক গার্সেটির মনোনয়ন সিনেটে অনুমোদন হলে তিনি হবেন প্রথম মেয়র যিনি মেয়র হিসেবে মেয়াদ শেষের আগে দায়িত্ব ছেড়ে রাষ্ট্রদূত হচ্ছেন।