বিশেষ প্রতিনিধি গাইবান্ধা :
ভারতের বিজেপির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিযুক্ত হলেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সাবেক স্থায়ী বাসিন্দার বংশভুত নিশিথ প্রামানিক।
নিশিথ কুমার প্রামানিকের জন্ম হয় ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার ভেটাগুড়ি। পিতা বাংলাদেশী হলেও তিনি জন্মগত ভাবে ভারতীয়। তার পিতা আদি বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা গ্রামে তিনি স্বাধীনতার আগে এই এলাকার বাসিন্দা ছিলেন। নিশীথ কুমারের পিতার নাম বিধূভূষন প্রামানিক। তিনি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর ভারতে পাড়ি জমান। সেখানে ১৯৮৬ ইং সালে নিশীথ কুমার সেখানে জন্ম গ্রহন করেন। সেখানে শিশু,কিশোর যুবক সময় কাটলে ও এপারে বাংলাদেশের পলাশবাড়ীতে তিনি বহুবার এসেছেন।
নবীন এ ভারতীয় রাজনীতিবিদ রাজনীতির শুরুটা মমতার দল তৃনমূল কংগ্রেসের মাধ্যমে তার রাজনৈতিক কর্মকান্ডে অভিষেক হলেও প্রখর মেধাবী নিশিথের জনপ্রিয়তা বিজিপি সরকারের নজর কাড়ে। এরপর বিজিপিতে যোগদিয়ে প্রথমধাপে নমিনেশন পেয়ে এমপি নির্বাচিত হন সে। ধারাবাহিকতায় নিজ রাজনৈতিক প্রগ্গায় কেন্দ্রীয় সরকারের সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে নিশিথ প্রমানিক গত ৭-৭-২০২১ ইং তারিখে সন্ধা ছয়টায় বিজেপির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন।
বাংলাদেশী বংশভুত নিশিথ কুমার প্রামানিক ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় খবরটি ওপার হতে এপার বাংলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নজরে আসে স্থানীয় সকলের এরপর স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি,বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মেজর অবঃ মফিজুল হক সরকার,পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, রিপোটার্স ইউনিটি পলাশবাড়ী ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ জেলা উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে আগামী দিন গুলোতে উত্তর উত্তর সাফল্য কামনা করেন।নিশিথ প্রমানিকের ফেসবুক পেজ।
কোচবিহারে নিশীথ সূর্যের আলো: ৮ বছর আগেও ছিলেন গ্রামের উপপ্রধান, এখন মোদী মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী সূত্র দ্য ফ্যাক্ট ইনফো: কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক বুধবার নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভায় ঠাঁই হয়ে নজির গড়লেন। ৩৫ বছরের মন্ত্রী হয়ে মোদী জমানায় সবচেয়ে কম বয়সে নজির গড়লেন নিশীথ। মোদী মন্ত্রীসভার সদস্যদের গড় বয়স ৫৮ বছর। ১৪ জন মন্ত্রীর বয়স ৫০-এর কম।
২০১৩ সালে নিশীথ ছিলেন কোচবিহারের দিনহাটার ভেটাগুড়ি-১ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। পরে যুব তৃণমূলের মুখ হয়ে ওঠেন তিনি। কার্যত এলাকার দাপুটে নেতা হিসেবে পরিচিতি হয় তাঁর। সেই নিশীথ প্রামাণিকই গত লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। পরে বিজেপির টিকিটে সাংসদ হন। রাজনৈতিক মহলের মতে, উত্তরের রাজবংশীদের মন জয়ে কার্যকরী পদক্ষেপ নিয়েছে বিজেপি। আরও পড়ুন: তপন সিকদার থেকে বাবুল সুপ্রিয়- কেন্দ্রে বিজেপি সরকারে বাংলা থেকে মন্ত্রী হয়েছেন যাঁরা
শুধু কম বয়সী মন্ত্রীই নয়, আরও কিছু ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে মোদী সরকার। মন্ত্রিসভায় রয়েছেন বেশ কয়েকজন ওবিসি, সংখ্যালঘু প্রতিনিধি। ১১ মহিলাকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। অনেকের নামের পাশেই পিএইচডি, এমবিএ বা মাস্টার ডিগ্রি রয়েছে। মন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটি রাজ্য তথা এলাকাকে। আগামী বছর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ও ২০২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এই মন্ত্রিসভা সাজানো হয়েছে। বাংলা থেকে নিশীথ ছাড়াও জায়গা পেয়েছেন তিনজন, সুভাষ সরকার, জন বার্লা ও শান্তনু ঠাকুর।