1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে অর্ধশতাধিক মৃত্যুর ঘটনায় জাতীয় শ্রমিক লীগের গভীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১

নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে অর্ধশতাধিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ এবং অবিলম্বে আহতদের সুচিকিৎসা ও দোষীদের আইনের আওতায় আনার আহ্বান ।

জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নূর কুতুব আলম মান্নান এক বিবৃতিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরতা কর্নগোপ এলাকায় সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে অর্ধশতাধিক শ্রমিক নিহতের ঘটনায় গভীর ক্ষোভ, শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, ভবনে পর্যান্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় এবং ভবনে বিভিন্ন গেটে তালাবদ্ধ থাকায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ যাতীয় ঘটনা পরিকল্পিত হত্যাকন্ডের সামিল। কারখানায় গমন ও বর্হিগমনের কোন সুব্যবস্থাও ছিল না। বিল্ডিং কোড না মেনে অপরিকল্পিত কারখানা স্থাপন করা এবং বিভিন্ন গেটে তালাবদ্ধ রেখে কারখানা পরিচালনায় এই ব্যাপক হতাহতের কান্ড ঘটেছে বলে তিনি মনে করেন।

বিবৃতিতে তিনি অবিলম্বে আহত শ্রমিকদের বিনামূল্যে সুচিকিৎসা, নিহত ও আহত শ্রমিকদের দ্রুত সময়ের মধ্যে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান দাবী জানান এবং অপরিকল্পিত ভবন গড়ে তোলায় ভবন মালিককে এবং ভবনের বিভিন্ন গেটে তালাবদ্ধ রেখে শ্রমিক হত্যার দায়ে কারখানার মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সাথে কারখানায় গমন, বর্হিগমন ও যাতায়াতের সুব্যবস্থার জন্যও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি