ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাটের ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তা সংস্কার বা নিয়মিত পরিষ্কার না করায় জন দূর্ভোগে পরেছে হাটের ব্যবসায়ী ও সাধারন জনগণ, বিশেষ করে হাটের ভিতরে থাকা ছোট বড় ব্যবসায়ী গণ সবচেয়ে বেশি বিপাকে পরেছেন। রাস্তায় জমে থাকা কাঁদা ও পানির কারনে ক্রেতা গণ চলাফের করতে না পারায় প্রায় বন্ধের পথে তাদের ব্যবসা প্রতিষ্ঠান। এরই প্রেক্ষিতে গড়েয়া হাটের হাট ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসার সহ সরকারি বিভিন্ন দপ্তরে ড্রেন সংস্কার ও নতুন ড্রেন নির্মানের জন্য দরখাস্ত দিয়েছেন।
গড়েয়া হাট পরিদর্শন করে দেখা যায়, মাছের আড়ৎ থেকে ধান হাটি পর্যন্ত একটি বড় ড্রেন রয়েছে এবং তরকারি বাজার হয়ে ইলেকট্রনিক্স মার্কেটের সামনে দিয়ে গিয়ে ধান হাটিতে মিলিত হয়ে গড়েয়া কেন্দ্রীয় কবর স্থানে গিয়ে শেষ হয়েছে, আর একটি ড্রেন গড়েয়া গরু হাটের পাশ্ব দিয়ে ছাগল হাটি হয়ে কবর স্থানে গিয়ে শেষ হয়েছে এসব ড্রেন গুলো দীর্ঘ দিন ধরে পরিষ্কার ও সংস্কার না করায় ময়লার স্তুপ জমে আছে,এ যেন ডেঙ্গু মশা উৎপাদন কেন্দ্রে পরিনিত হয়েছে। আবার কোথাও কোথাও ড্রেনের চিহ্ন টুকু মুছে গেছে। সরকারি ভাবে হাটের ড্রেন পরিস্কার করার বাজেট থাকলেও তা মাসে বা বছরে একবারও পরিস্কার করা হয় না বলে জানান ব্যবসায়ীরা ।
হাট ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মোজাহারুল ইসলাম লাভলু সাংবাদিকদের জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাট একটি বড় হাট, দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও রংপুর বিভাগের চার জেলার লোক এখানে মালামাল ক্রয় বিক্রয়ের জন্য প্রতি নিয়ত আসে, এ বছরে হাটটি প্রায় দের কোটি টাকা ডাক হয়েছে। হাটের ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় সামান্য বৃষ্টির পানিতে যেন এক হাটু কাঁদা লেগে থাকে, দুর দুরান্তের লোকজন কাঁদা পানির করনে হাটে আসতে চায় না । যার ফলে আমরা ব্যবসায়ীরা বর্ষা কালে মারাত্মক ক্ষতির সন্মূখীন হচ্ছি। আমরা গড়েয়া হাটের ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ জনগণ এবং সুশীল সমাজ ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট গড়েয়া হাটের ড্রেনেজব্যবস্থা সমস্যার সমাধানের জোর দাবী জানাচ্ছি।
গড়েয়া হাট সভাপতি ও গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ রেদো বলেন, নতুন ড্রেন ও সংস্কারের জন্য আমরা সকলে মিলে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত দরখাস্ত দিয়েছি আশা করি দ্রুত গড়েয়া হাটের ড্রেনেজব্যবস্থা সমস্যার সমাধান হবে।