সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে করোনা রোগী সনাক্তে রেকর্ড হয়েছে। একদিনের নমুনা পরীক্ষায় ২৯ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আক্রান্ত হয়েছেন।
১০ জুলাই শনিবার রাতে প্রাপ্ত এ তথ্য অনুযায়ী এটাই এ উপজেলায় সনাক্তের হিসেবে সর্বোচ্চ।এর আগে গত ৭ জুলাাই ১৪ জন সনাক্ত হয়েছিল। দিন দিন আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে।
সৈয়দপুরে ২৯ জনের করোনা পজেটিভ এর মধ্যে সৈয়দপুর হতে সংগৃহিত ৬১ জনের মধ্যে ২৬ জন। দিনাজপুর মেডিকেল কলেজ হতে সংগৃহিত নসুনা হতে ১ জন এবং নীলফামারী সদর উপজেলা থেকে গতকাল রাতে সংগৃহিত নমুনা হতে ২ জনের পজেটিভ হয়েছে।
এদিকে এই সর্বোচ্চ সনাক্তদের মধ্যে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আরএমও ডাঃ মোঃ ওমেদুল হাসান এবং একই পরিবারের ৩ জন করে দুইটি পরিবার রয়েছে।
করোনা পজেটিভ সনাক্তরা হলো যথাক্রমে কয়ানিজপাড়া নিমবাগান এলাকার হোসেন দেওয়ানের ছেলে গনি দেওয়ান ( ৫০), নয়াটোলা মহল্লার হামিদের ছেলে রতন (৪১) তার স্ত্রী মোকলেছা (২৫) ছেলে রাফিন (৬)। পাশের মহল্লা চাঁদনগর তুলশীরাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার আব্দুল মান্নানের স্ত্রী নার্গিস (৩১) এবং মোঃ মমতাজের স্ত্রী শামা পারভীন, ছেলে আশিক বদর ও নাতী তানভির আল বদর।
নীচুকলোনীর মৃত মোতালেবের ছেলে আনিছুর রহমান (৫২), পুরাতন বাবুপাড়ার জহুরুলের ছেলে মুহিত (৮), আকবরের ছেলে আরমান (৩২), নতুন বাবুপাড়ার মান্নানের ছেলে ইমরান (৩৪), বিমানবন্দর এলাকার দুলালের স্ত্রী পারভিন (৩০), মুন্সিপাড়ার শরিফুলের ছেলে তহিদুল (২৩), হাতিখানার বাবুলের আত্মীয় শিল্পী (২০), আব্দুর রহমানের ছেলে শফিকুল (৫৪), তার স্ত্রী লাভলী( ৫২), মিস্ত্রীপাড়ার আব্দুর রশিদের স্ত্রী হোসনা (৫৫)
কুন্দল মহল্লার জামানের স্ত্রী লাভলী (২৮)।
এছাড়া বাঙ্গালীপুর ইউনিয়নের মৃত মোস্তাফিজুর রহমান ছেলে মোবাশ্বেরুজ্জামান, গোলাম মোস্তফার ছেলে শফিকুল (৩৮), লক্ষনপুরের ছকিমুদ্দিনের স্ত্রী আজিজুন (৪০), বোতলাগাড়ী ইউনিয়নের জুুুুম্মাপাড়ার নিপেন্দ্র নাথের ছেলে সৌরভ (২৫), খোর্দ্দ বোতলাগাড়ীর মৃত ওছমানের ছেলে শফিয়ার (৬৭) তার স্ত্রী রশিদা (৫১), বোতলাগাড়ী বড়দহ গ্রামের আঃ রহমানের ছেলে মোশাররফ হোসেন (৫৫)।
কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর দোয়ানীর আঃ সাত্তারের ছেলে কামরুজ্জামান (৫৫) এবং ১০০ শয্যা হাসপাতালে কর্মরত একেএম সাইফুল ইসলাম (নয়ন)। (ছবি আছে)