1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

সোনাগাজীতে অগ্নিকান্ডে চারটি দোকান ভস্মিভুত : ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

সৈয়দ মনির আহমদ
  • আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১
সোনাগাজী, (ফেনী) :
ফেনীর সোনাগাজী উপজেলার জমাদার বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । ১০ জুলাই শনিবার রাত ১০টায় অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানান। এতে বাজারের ৪টি দোকান ও একটি স্কুলের কয়েকটি কক্ষ পুড়ে যায়। দোকান মালিক মোঃ সোহেল জানান, তার মালিকানাধীন কাউছার মেটাল ওয়ার্কসপ পুড়ে যাওয়ায় আনুমানিক ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মুদি ও চা’দোকানী সাহাব উদ্দিন ষ্টোরের মালিক সাহাব উদ্দিন তার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২লাখ টাকা বলে দাবি করেন। জমাদার বাজার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোঃ আবদুল্লাহ জানান, বিদ্যালয়ের অফিস ও ফার্ণিচার সহ বই পুস্তক পুড়ে আনুমানিক ২লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। হাজী বাহার রাইচ মিল মালিক মোঃ মহিউদ্দিন তার রাইচ মিলের যন্ত্রপাতি ও গোডাউনে রক্ষিত মালামাল পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।  দোকান ঘরের মালিক আবুল কাশেম ও হাজী বাহার জানান ঘর পুড়ে যাওয়ায় তাদের প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, রাত ১০টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ী পৌঁছার আগেই  ৪টি দোকান ও একটি স্কুলের কয়েকটি কক্ষ পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ ও চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টুসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে সোনাগাজী ফায়ার সার্ভিস  ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি