আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কেনাবেচা শুরু হয়েছে সারাদেশে। কোভিড:১৯ পরিস্থিতির অবনতির মধ্যে দেশের বিভিন্ন স্থানে পশুর হাট বসলেও সংক্রমণ এড়িয়ে পশু কেনাবেচার জন্য চালু করা হয়েছে ডিজিটাল হাট। বর্তমানে অনলাইন মাধ্যমে এক হাজার ৫৬২টির বেশি হাটের আয়োজন করা হয়েছে সরকারি ও বেসরকারি উদ্যোগে। হাটে ক্রেতারা কোরবানির হাজার হাজার পশু দেখতে পারছেন, ঘরে বসেই করতে পারছেন যাচাই-বাছাই, পশুর বর্ণনা, লালন-পালন পদ্ধতি, বর্তমান অবস্থান, ওজন, দাম ও পছন্দ হলে যোগাযোগের নাম্বারসহ সবই হচ্ছে ভার্চুয়ালি। চাইলে কোন ক্রেতা এসব পশু স্বশরীরে গিয়ে দেখারও সুযোগ দিচ্ছেন খামারি ও কৃষকরা।
প্রাণি সম্পদ অধিদপ্তরের তথ্য অনুয়ায়ি, গত ২ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত সারাদেশের অনলাইন হাট থেকে ইতোমধ্যে এক লাখ ৫৭ হাজার ২৮৯টি কোরবানির পশু বিক্রি হয়েছে। এর মধ্যে এক লাখ ২৭ হাজার ৫৫২টি গরু ও মহিষ এবং ২৭ হাজার ৭৩৭টি ছাগল ও ভেড়া। এসব পশুর বিক্রি মূল্য ১১শ’ ১৬ কোটি ৮ লাখ ৮৬ হাজার ৩০০ টাকা