গতকাল বুধবার বগুড়া থেকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় এনে রাতে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে নেয়া হয়।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে না খেলে জিম্বাবুয়ে থেকে ফিরে আসছেন মুশফিকুর রহিম। তার বাবা-মা দুজনেই করোনা পজিটিভ। এই কঠিন সময়ে বাবা-মার পাশে থাকার জন্য জিম্বাবুয়ে থেকে ঢাকায় চলে আসছেন জাতীয় দলের এই তারকা।
এদিকে বাবা মাহবুব হামিদ তারা (৬০) ও মা রহিমা খাতুন (৫৬) অসুস্থ এমন সংবাদের শুনে এদিন জিম্বাবুয়ে থেকে বাংলাদেশের পথে রওনা দেন টাইগার উইকেট রক্ষক মুশফিকুর রহিম। সফরের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ না খেলেই দেশে ফিরছেন তিনি।
এর আগে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু জানান, বুধবার (১৪ জুলাই) দুপুরে মুশফিকের বাবা-মা অ্যাম্বুলেন্সে করে ঢাকায় রওনা হন। এরপর রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে।