গাড়ির চাপ বৃদ্ধি, মহাসড়কে খানাখন্দ ও ক্ষতিগ্রস্ত ব্রিজে যান চলাচল ব্যাহত হওয়ায় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন। মহাসড়কের কড্ডা ও নলকা ব্রিজের অন্তত ১০ কিলোমিটার ব্যাপী সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। ফলে ভোগান্তিতে পড়েছেন মহাসড়ক ব্যবহারকারীরা।
বৃহস্পতিবার ভোর থেকে যানচলাচলে ধীরগতি ও যানজট শুরু হয়।যমুনা সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক আলী ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ সৃষ্টি ও নলকা ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। বুধবার রাত থেকে পণ্যবাহী যানবাহনের পাশাপাশি যাত্রিবাহি যানবাহন চলাচল শুরু হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়।
যানবাহনের অতিরিক্ত চাপে বৃহস্পতিবার ভোররাত থেকে পুরো মহাসড়ক জুড়ে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। একপর্যায়ে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা ও সলঙ্গা থানার নলকা ব্রিজ এলাকায় প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন মহাসড়ক ব্যবহারকারীরা। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।