অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে চারদিকে যখন আলোচনা। দারুণ এক সিরিজের ক্ষণগণনা চলছে। সে সময়েই এলো খবরটা। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ডের। সেই সফর স্থগিত হয়ে গিয়েছে বলে জানায় ক্রিকইনফো ও ইংল্যান্ডের বেশ কয়েকটি গণমাধ্যম।
বিষয়টি নিয়ে যদিও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে পারেনি সংবাদ মাধ্যমগুলো। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী কথা বলেছেন এই প্রসঙ্গে। তার দাবি এখনো আলোচনা চলছে, বাতিল হয়নি সিরিজ। যদিও তার কথায় ইঙ্গিত পাওয়া গেছে সিরিজ বাতিল হওয়ারই।
তার বক্তব্য, ওয়ানডে সিরিজটির সূচি পরিবর্তন নিয়ে ইসিবির সঙ্গে আমাদের আলোচনা চলছে। যেহেতু সামনে একটি বিশ্বকাপ আছে এবং সব দলেরই ঠাসা সূচি, ক্রিকেটারদের বিশ্রামের কথাও আমাদের ভাবতে হবে। যদিও এটার মানে এই নয় যে এই সেপ্টেম্বর-অক্টোবরে সিরিজটি হচ্ছে না। আলোচনা এখনও চলমান।
তিনি আরও বলেন, যদি সিরিজটি আগের সূচিতেই থাইে, তাহলে তা আর জানানোর কিছু নেই। যদি নতুন সূচিতে হয় ন, আমরা সময়মতো তা জানিয়ে দেব। সেক্ষেত্রে ওয়ানডে সুপার লিগের জন্য নির্ধারিত সময়ের মধ্যেই সুবিধাজনক কোনো সময়ে সিরিজটি হবে।