ভোক্তা পর্যায়ে ঝুঁকি মুক্ত ও নিরাপদ কৃষি পণ্য পৌঁছে দিতে এবং খাদ্য বেচাকেনায় সরকারিভাবে শুরু হয়েছে মোবাইল অ্যাপ ‘সদাই’।
আজ বুধবার সকালে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে মোবাইল অ্যাপটি উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, কৃষি পণ্য বিপণনে এই অ্যাপ গ্রাম বাংলার কৃষক ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় সুবিধা দিবে। ভোক্তাকে নিরাপদ ও ঝুঁকি মুক্ত খাবার পৌঁছে দিতে সরকারি ভাবে এই অ্যাপ কাজ করবে।
এ সময় কৃষি পণ্য বাজারজাতকরণে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব ধরনের সচেতনতা গ্রহণের নির্দেশ দেন কৃষিমন্ত্রী। এ লক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তরকে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।