করোনা মহামারির কারণে গতকাল বুধবার বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) ফের খুলছে ব্যাংক। এদিন লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল ৪টা পর্যন্ত।
দেশে করোনাভাইরাসের সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ ছিল।
এর আগে গত ২৮ জুলাই এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারটিতে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক খোলা রাখা যাবে বিকাল ৪টা পর্যন্ত।