অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টানা দুই ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তো অজিদেরকে তাদের চতুর্থ সর্বনিম্ন স্কোর ১০৮ রানে অল-আউট করে দিয়ে ২৩ রানে জয় পায় টাইগাররা। পরের ম্যাচে ১২১ রানে আঁটকে দিয়ে ৫ উইকেটে হারায় বাংলাদেশ।
পাঁচ ম্যাচ সিরিজে টানা দুই ম্যাচে হেরে এখন সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে শক্তিশালী অস্ট্রেলিয়া। তবে তৃতীয় ম্যাচটা এখন সিরিজ বাঁচানোর লড়াই নয়, এখন মান বাঁচানোরও লড়াই অস্ট্রেলিয়ার কাছে।
অজিদের এমন অবস্থায়ও কলকাতার ‘আনন্দবাজার পত্রিকা’ তাদের শিরোনামে উল্লেখ করেছে, “ফের অঘটন, দ্বিতীয় টি২০ ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ”।
বাংলাদেশ দলের তিন সেরা খেলোয়াড় মুশফিকুর রহিম, তামিম ইকবাল আর লিটন দাসকে ছাড়াই খেলতে নেমেছে অজিদের বিপক্ষে। অন্যদিকে অস্ট্রেলিয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই খেলতে এসেছে বাংলাদেশে।
তাদেরও কয়েকজন নিয়মিত ক্রিকেটার আসতে পারেননি বিভিন্ন কারণে। তবে শক্তির বিচারে ঘরের মাঠে বাংলাদেশ সব সময়েই সেরা।
২০১৭ সালে এই অস্ট্রেলিয়াকে প্রথমবার টেস্ট ম্যাচে হারায়। এবার টি-টোয়েন্টিতে হারিয়েছে টানা দুটি ম্যাচে। প্রথম ম্যাচে হারানোর পর অঘটন বললেও মানা যেত তবে টানা দুই ম্যাচ হারানোর পরও কীভাবে অঘটন বলা হয় এই প্রশ্ন রেখেছেন অনেক সমর্থক।