স্টাফ রির্পোটার: খুলনার নতুন আতঙ্ক এখন শিবির নেতা ডাঃ ইসরাফিল হোসেন মুন্সি । পেশায় হোমিও চিকিৎসক হলেও খুলনা বাগেরহাট সহ অত্র অঞ্চলের বিভিন্ন সরকারী অফিস থেকে কাজ বাগিয়ে নিচ্ছে মোটা অংকের টাকার বিনিময়ে ।
গত নির্বাচনে বাগেরহাট জেলার রামপাল-মংলা সংসদীয় আসনে খুলনার বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক সাহেবের সাথে মনোনয়ন নিয়ে ব্যাপক প্রতিযোগিতা করেন মওলানা মোঃ ওয়াদুদ, জানা গেছে, ইসরাফিল মুন্সি সেই মওলানা মোঃ ওয়াদুদ এর ভাই।
খুলনা বিভাগের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তথ্যগোপন করে অর্থের বিনিময়ে বে-আইনি ভাবে চিকিৎসক প্রতিনিধি হওয়ার জন্য কথিত আওয়ামীলীগ নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।
শুদ্ধি অভিযানের আওতায় এনে হেলেনা জাহাঙ্গীর ও দর্জি মনিরদের মত ডাঃ ইসরাফিল হোসেন মুন্সি কে এখনই লাগাম টেনে ধরার উপযুক্ত সময়। খুলনা বিভাগের সকল হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দের প্রানের দাবী শিবির ক্যাডার ইসরাফিল হোসেন মুন্সি কে অতি শীঘ্র গ্রেফতার করে আওয়ামী লীগকে শুদ্ধ করা হোক।
বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডে পরিচালনা পর্ষদে খুলনা বিভাগ থেকে অনিয়মের মাধ্যমে তথ্য গোপন করে বেআইনি ভাবে আবারও নিয়োগ নেওয়ার পায়তারা চালাচ্ছে