ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৫ জন ঢাকার বাইরে এবং ২১১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এ নিয়ে চলতি মাসের ১০ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৩২১ জন। চলতি বছরে মোট চার হাজার ৯৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
এর আগে, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯১৫ জন এবং ঢাকার বাইরে ৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।