জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্তত অর্ধেক শিশুই মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। জাতিসংঘের শিশু বিষয়ক এই সংস্থার এক রিপোর্টে বলা হয়, বন্যা, তাপপ্রবাহ, রোগসহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের ২শ কোটির বেশি শিশু ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে।
এরমধ্যে ৩৩ টি দেশের ১শ কোটি শিশু ক্রমাগত এই ধরনের ঝুঁকিগুলোর সম্মুখীন হচ্ছে। এদের মধ্যে রয়েছে ভারত, নাইজেরিয়া, ফিলিপাইনসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশ। তবে জলবায়ু পরিবর্তনে এই দেশগুলোর প্রভাব খুব কম।
সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক হেনেরিটা ফোর জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কোন জায়গাগুলোতে শিশুরা কতটা নাজুক অবস্থায় রয়েছে তা প্রথমবারের মতো এই রিপোর্টে উঠে এসেছে। বিষয়টিকে কল্পনাতীত বিপদজনক বলেও মন্তব্য করেন তিনি।