1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক পদযাত্রায় পুলিশের বাধা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

চলছে নিজের অভিনীত সিনেমা, হলে ঢুকতে দেওয়া হলো না ঋত্বিককে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

কলকাতার এই মুহূর্তের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। দীর্ঘ করোনাকালে ঘ্রে অবস্থানের পর একটু-আধটু বাইরে বের হতে শুরু করেছেন। তাঁর অভিনীত ‘বিনি সুতোয়’ সিনেমাটির বিশেষ প্রদর্শনী হচ্ছে কলকাতার নন্দনে। আর এই প্রদর্শনীস্থলেই ভক্তদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু তাকে নন্দনের প্রদর্শনী হলে ঢুকতেই দেওয়া হয়নি। বিষয়টি ঋত্বিক চক্রবর্তী নিজেই ফেসবুকে জানিয়েছেন।

রবিবার নিজের অফিশিয়াল ফেসবুকে লিখেছেন, দুঃখিত। আজ নন্দনে ঠিক পৌঁছেও আপনাদের সঙ্গে সেভাবে দেখা করতে পারলাম কই! কভিড স্বাস্থ্যবিধির কারণে নন্দনে প্রবেশ নিয়ন্ত্রিত। কিন্তু গেটে দায়িত্বপ্রাপ্ত জনৈক মুখার্জি (আমি ওনার নাম জানি, তবে অযথা ওনাকে বিখ্যাত করব না তাই নাম নিলাম না) এই কাজের উপযুক্ত কি না জানি না; কিন্তু অতি অভদ্র তা দেখতেই পেলাম। কী সব নিয়ম উল্লেখ করে, আমাদের কয়েকজনকে নন্দনে ঢুকতে দিলেন না, আর পুরোটাই উনি যাকে বলে পুলিশি রোয়াবেই বোঝালেন।

ঋত্বিক লিখেছেন, ‘অথচ আমাদেরই ছবি চলছে, আমরা দর্শকের সঙ্গে একটু কথাই বলতে গিয়েছিলাম। পরে একাডেমির সামনে ছিলাম, আপনাদের কারো সঙ্গে কথাও হলো। আশা রাখি উনি নিশ্চয়ই একদিন নন্দনের গেটে দাঁড়ানোর মতো ভদ্রতা শিখে নেবেন। ইতিমধ্যে আজ নন্দনে বিনিসুতোয় হাউজফুল ছিল।’

নন্দন হলো কলকাতার, ঢাকার শিল্পকলা একাডেমির মতো সাংস্কৃতিক কেন্দ্র। নাটক, থিয়েটারের পাশাপাশি সেখানে সিনেমার প্রদর্শনীও হয়ে থাকে। বিনি সুতোয় চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান।

এই ছবি সম্পর্কে ঋত্বিক জানিয়েছিলেন অভিব্যক্তি। দুই দিন আগেই লিখেছিলেন, ‘এই ছবি ঘিরে আমাদের অনেকখানি আবেগ। একেকটা কাজের ক্ষেত্রে এমন হয়। ছবিটা দেশ-বিদেশের কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে, কিছু পুরস্কারও পেয়েছে । FIPRESCI নির্বাচিত ২০১৯ সালের সেরা দশটি ভারতীয় ছবির তালিকায় ছিল। কিন্তু এ সব কিছুর পরেও আমাদের একটাই লক্ষ্য থাকে। যার জন্য আমরা অধীর আগ্রহে মুখিয়ে থাকি। কবে ছবিটা বড় পর্দায় দর্শকদের সামনে আসবে? বাধা এলো সেখানেই। টানা দেড় বছরের অস্থিরতা, আতঙ্কের মাঝে আমরা বড় পর্দার অভিজ্ঞতা ভুলতে বসেছি। কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে ছবি দেখা নিয়মিত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি