1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

সহিংসতা মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়তে আলোচনা সভা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

ঠাকুরগাঁওয়ে সহিংসতা প্রতিরোধ ও সহিংসতা মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গঠনে করনীয় বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়। “আমিই পারি শিশুর শারিরিক সহিংসতা প্রতিরোধ করতে” এ প্রতিপাদ্যে গতকাল বুধবার ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিস ও ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে সংলাপ অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সহকারী জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, ওয়ার্ল্ড ভিশনের ফিল্ড কোঅর্ডিনেটর এডভোকেসি তানজিমুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মনোয়ার হোসেন, সংস্থার প্রোগ্রাম অফিসার পারুল বেগম প্রমুখ। সংলাপে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশ নেন।
এ সময় বক্তাগণ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগন বিষয় ভিত্তিক আলোচনায় সহিংসতা প্রতিরোধ ও সহিংসতা মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গঠনে তাদের যৌক্তিক সুপারিশমালা উপস্থাপন করেন। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারিরিক শাস্তি নিষিদ্ধকরণ, স্মার্ট মোবাইল ফোন ব্যবহার বন্ধ, সামাজিক মাধ্যমের অবাধ ব্যবহার সীমিতকরণ, ভবিষ্যৎ গঠনে কর্মপরিকল্পনা গ্রহণে কাউন্সিলিং এর ব্যবস্থা, বাল্য বিবাহ বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহন, সামাজিক নিরাপত্তা জোরদারকরণ, পাড়া-মহল্লায় সহিংসতা প্রতিরেধে কমিটি গঠনসহ সতেনতা বৃদ্ধিমূলক নিয়মিত সভা-সেমিনার আয়োজনের উল্লেখযোগ্য সুপারিশ সহ আরো বেশকিছু সুপারিশ পেশ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি