সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি – গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন পালানপাড়া গ্রামের মৃত জোগেন চন্দ্র সাহার প্রথম স্ত্রীর মৃত দিপু রানী সাহার পুত্র মানসিক ভারসাম্য হীন জীবন চন্দ্র সাহা(৫১)। জন্মের ৩ বছর পর টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে তিনি মানসিক ভারসাম্য হীন হয়ে পড়ে।বিভিন্ন ভাবে চিকিৎসার পরেও ফেরেনি স্বাভাবিক জীবনে।এমনকি ৫১বছর বয়সেও জোটেনি (স্মার্ট)সুবর্ণ নাগরিক কার্ড। জানা যায় যে, যুদ্ধের সময় জন্ম গ্রহণ করেন জীবন চন্দ্র সাহা। তার বয়স যখন ৩ বছর তখন তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হন।তখনি তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।দেশের শীর্ষ মানসিক চিকিৎসক দ্বারা চিকিৎসা করানোর পড়েও ৫১ বছর বয়সও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি জীবন চন্দ্র সাহা। তার ছোট্ট ভাই রিপন চন্দ্র সাহা বলেন যখন দাদার বয়স ৩ বছর তখনি তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। যার কারণে সে লেখা পড়া পর্যন্ত করতে পারেনি। আজ অবদি ৪৭ বছর চিকিৎসা চালিয়ে তাকে ভালো করা সম্ভব হয়নি। রিপন চন্দ্র সাহা অভিযোগ করে বলেন, দাদার ভোটার আইডি কার্ড হলেও এত বছর থেকে মানসিক প্রতিবন্ধী হিসাবে থাকলেও কেউ কখনও একটি প্রতিবন্ধী স্মার্ট কার্ডও করে দেয়নি। বাংলাদেশের নাগরিক হিসাবে ভাতা কার্ড না হলেও প্রতিবন্ধী(সুবর্ণ নাগরিক)কার্ড করাটা জরুরি। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ আশা করেন।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা সমাজ সেবা অফিসার মানিক চন্দ্র রায় বলেন,বিষয়টি আমার জানা নেই। সরেজমিনে ইউনিয়ন সমাজকর্মীকে পাঠিয়ে দিয়ে দ্রুত ব্যবস্হা গ্রহণ করা হবে।