যুক্তরাজ্যের বির্মিংহাম গ্র্যান্ড হোটেলের বাইরে থেকে চুরি হয়েছে টম ক্রুজের কোটি টাকা মূল্যের বিএমডব্লিউ গাড়ি। গাড়ির ভেতরে ছিল কয়েক লাখ টাকার মালপত্র। এ সময়ে টম ক্রুজ ‘মিশন ইম্পসিবল সেভেন’-এর শুটিংয়ে ছিলেন।
বুধবার টম ক্রুজের বডি গার্ডের চোখে পড়ে, অভিনেতার বিএমডব্লিউ এক্স সেভেন মডেলের গাড়িটি পার্কিং স্পেসে নেই। এর পরই চুরির বিষয়টি প্রকাশ্যে আসে। গাড়ি চুরি হওয়ার ঘটনাটি জানার পরে টম ক্রুজ উদ্বিগ্ন হয়ে পড়েন।
দ্য সানের তথ্যে জানা গেছে, দুষ্কৃতিকারীরা স্ক্যানার ব্যবহার করে গাড়ির ‘কিলেস ইগনিশন ফোব’-এ ক্লোন করা সিগন্যাল পাঠিয়ে গাড়িটি চুরি করেছে।
গাড়িটিতে ইলেকট্রনিক ট্র্যাকিং ডিভাইস লাগানো ছিল। তাই গাড়িটি খুঁজে পেতে পুলিশকে বেগ পেতে হয়নি। গাড়িটি পাওয়া গেলেও টম ক্রুজের মালপত্রগুলো পাওয়া যায়নি।
‘মিশন ইম্পসিবল সেভেন’-এর শুটিংয়ের জন্য টম ক্রুজ বর্তমানে যুক্তরাজ্যে আছেন। ছবিটি মুক্তি পাবে ২০২২-এ।
তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস