করোনাভাইরাস পরিস্থিতিতে কবে নাগাদ স্কুল-কলেজ খোলা হবে সে বিষয়ে আজ বুধবার যৌথ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির চূড়ান্ত মতামত না পওয়ায় বৈঠক অনুষ্ঠিত হয়নি।
বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কোভিড ১৯ পরিস্থিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আজ কোন মিটিং অনুষ্ঠিত হয়নি। এখনো টেকনিক্যাল কমিটির মতামত পাওয়া যায়নি। আগামীকালের মধ্যে টেকনিক্যাল কমিটির মতামত পাওয়া যেতে পারে। আগামী ৫ সেপ্টেম্বর (রোববার) শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রনালয় মিটিং হওয়ার কথা রয়েছে।’
এর আগে গত ২৬ আগস্ট করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয়ের থেকে জানানো হয়, করোনা মহামারির কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
ওই বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আলোচনা হলেও স্কুল-কলেজ খোলার ব্যাপারে পরবর্তী বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ অক্টোবরের মধ্যে শর্ত সাপেক্ষে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খোলা যেতে পারে।