1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন

নতুন উচ্চতায় শেয়ারবাজারের সূচক ৭ হাজার পয়েন্টের কাছাকাছি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

৭ হাজার পয়েন্টের মাইল সূচকে পৌঁছাতে আর ১৯ পয়েন্ট দূরে আছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ৬৪ পয়েন্ট। অবস্থান করছে ৬ হাজার ৯৮১ পয়েন্টে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৭২ পয়েন্ট।

ডিএসইতে আজ লেনদেন হয়েছে ২ হাজার ৪৭৪ কোটি টাকার। গতকালের চেয়ে যা কিছু বেশি। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৩৬৬ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৭টির, কমেছে ১০৫টির, অপরিবর্তিত আছে ৩১টির।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মা, জিপিএইচ ইস্পাত, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, বিএটিবিসি, অ্যাকটিভ ফাইন, পাওয়ার গ্রিড, আইএফআইসি ও এসএস স্টিল।

দর বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো সমতা লেদার, অ্যাকটিভ ফাইন, প্রিমিয়ার সিমেন্ট, হাক্কানি পাল্প, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেড, দেশবন্ধু, মুন্নু সিরামিকস, ইউনিয়ন ক্যাপিটাল, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড ও মেঘনা সিমেন্ট।

অপর দিকে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৮ কোটি ৩০ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১০৫টির, অপরিবর্তিত আছে ৩৫টির।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি