ম্যাচ জিতলে সিরিজ জয় নিশ্চিত হতো টাইগারদের। তবে স্বাগতিকদের অপেক্ষা বাড়িয়ে ৫২ রানে ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। ১২৯ রানের লক্ষ্য টপকাতে ব্যর্থ বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য পরের ম্যাচেই জয়ে ফেরার বার্তা দিয়ে রাখলেন।
৩ ম্যাচ শেষে এখনো ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ জানালেন, ‘এখনও আমরা এগিয়ে আছি। আরও দুটি ম্যাচ বাকি আছে। পরের ম্যাচ জিতে সিরিজ জয়ের চেষ্টা করব।’
সফরকারীদের ১২৮ রানে আটকে দিয়েও মাত্র ৭৬ রানে গুঁটিয়ে যায় বাংলাদেশ দল। অথচ উইকেট আগের দুই ম্যাচের তুলনায় যথেষ্ট ভালো ছিল ব্যাটসম্যান জন্য। ভালো শুরুও পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেটি ধরে রাখতে পারেনি। এজন্য বোলারদের কৃতিত্ব দিলেও মিডল অর্ডারের ব্যাটসম্যান দায় দেখছেন টাইগার দলপতি।
মাহমুদল্লাহ বললেন, ‘লক্ষ্য তাড়া করার মতোই ছিল। বোলাররা ভালো করেছিল। আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু শুরুর ছন্দটা ধরে রাখতে পারিনি। আশা করি ভালোভাবে প্রত্যাবর্তন করব।’
সঙ্গে যোগ করেন মাহমুদউল্লাহ, ‘আমার মনে হয় মিডল অর্ডার নিয়মিত ভালোই করছে। গত ম্যাচে টপ অর্ডার ভালো করেছিল। আজও ভালো শুরু করেছিল। আজ মিডল অর্ডারে জুটি হয়নি। আমাদের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করতে হবে এবং ঘাটতি নিয়ে কাজ করতে হবে।’