টোকিও গেমসে দল পাঠায়নি উত্তর কোরিয়া। তার জন্য শাস্তিও পেতে হচ্ছে দেশটিকে।
২০২০ অলিম্পিকে অংশগ্রহণ না করায় উ.কোরিয়াকে ২০২২ সালের শেষ পর্যন্ত নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
আইওসি সভাপতি টমাস বাখ জানিয়েছেন, নিষেধাজ্ঞা চলাকালীন উ.কোরিয়ান অলিম্পিক কমিটি আইওসির কাছ থেকে কোনো প্রকার আর্থিক সহায়তা পাবে না।
বাখ আরও জানান, উ.কোরয়িার কোনো অ্যাথলেট শীতকালীন বেইজিং অলিম্পিকে স্বতন্ত্রভাবে অংশ নিতে পারবে কিনা সে ব্যাপারে পরে সিদ্ধান্ত জানাবে আইওসি।
এই নিষেধাজ্ঞার ফলে আগামী বছর বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে না দেশটি।
টোকিও অলিম্পিকে উ.কোরিয়া কোনো প্রতিনিধি না পাঠানোর কারণ হিসেবে জানায়, তারা চেয়েছিল তাদের অ্যাথলেটদের কভিড-১৯ থেকে রক্ষা করতে।