আমাদের স্বপ্নের গাইবান্ধা আমার গাইবান্ধাবাসী শুধু স্বপ্নই দেখে যাই আমাদের স্বপ্ন কখনোই পূরণ হবার নয় পূরণ হয়না।আমাদের গাইবান্ধার মেইন যে কাজগুলি হচ্ছে তার মধ্যে প্রধান কাজ হচ্ছে গাইবান্ধা শহরের রাস্তাঘাট উন্নয়নের কাজ। আমাদের গাইবান্ধা মন যে রাস্তা গুলো সুনবেন হওয়ার কথা এই মানচিত্র অনুযায়ী বিল পাস করা যায় এবং কাজ করানোর কথা কিন্তু তা না হয়ে রয়েছে আর অন্য মনগড়া মত কাজ যে মেইল গুলো আমাদের গাইবান্ধায় ফোর লেন এর কাজ হওয়ার কথাতা না হয়ে হয়েছে ওয়ান বাই ওয়ান এর রাস্তা এবং সে কাজটিও চলছে খুব ধীরগতিতে এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে অনেক নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তাগুলো নির্মাণকাজ চলছে যা ইতিপূর্বে বিভিন্ন মিডিয়া পত্র পত্রিকায় এসেছে গাইবান্ধাবাসী তা দেখেছে তাই আমি বলব আমাদের যে বর্তমান ডিবি রোড টা ফোর লেন হওয়ার কথা হওয়ার কথা তা হয়নি হয়েছে ওয়ান বাই ওয়ান রোড এই জন্যই বলবো গাইবান্ধাবাসীর স্বপ্ন দেখাটাই ভুল সেই স্বপ্ন কখনো বাস্তবে রূপ নিবে না।আমাদের গাইবান্ধার নয়টি ওয়াড নিয়ে গঠিত তার মধ্যে অনেকগুলো কে দীর্ঘদিন ধরে রাস্তার কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি জেনেছি ব্যবস্থা নেই রাজনৈতিক ব্যবস্থাকে যত্রতত্র ময়লা ফেলে তা দুর্গন্ধে পথচারীদের চলাফেরা চরম দুর্ভোগে হয়েছে।এবং পানি নিষ্কাশনে কোন ড্রেনেজ ব্যবস্থা তাই যেখানে সেখানে পানি জমে ডেঙ্গু মশা চিকুনগুনিয়া মশা প্রত্যেক প্রকার ধারণ করেছে এগুলো দেখার যেন কেউ অবহেলিত গাইবান্ধা চার নম্বর ওয়ার্ডটি রাস্তাঘাটগুলো কোনদিন এই উন্নয়নের মুখ দেখেনি ব্যবস্থার মুখ দেখেনি দেখিনি তাজরীনের কোন ব্যবস্থা তাই আমি গৌরব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলব 4 নম্বর অবহিত ওয়টি দিকে নজর দিতে এবং আমাদের যে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব উল্টো কখনোই এই অবহেলিত রাস্তাঘাটগুলো কখনোই পরিদর্শন করেন না তাই ওনাকেও বলবো ওনার আত্মাকে পরিশুদ্ধ পরিষ্কার রাখার জন্য এটা 4 নম্বর ওয়ার্ড বাসীর দাবি।