(কমলনগর- লক্ষ্মীপুর) বৈশ্বিক মহামারীর কারনে দীর্ঘ ১৮মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। ১২ সেপ্টেম্বরে রোজ রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলছে। তাই শিক্ষার্থীদের সুরক্ষার স্বার্থে হাজিরহাট বণিক সমিতির নেতৃবৃন্দের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে হাজিরহাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, তোয়াহা স্মৃতি বালিকা স্কুল এন্ড কলেজে ও হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ সময় উপস্থিত ছিলেন হাজিরহাট বণিক সমিতির সভাপতি সৈয়দ আইয়ুব আলী, সেক্রেটারি ইসমাইল হোসাইন বিপ্লব, সিনিয়র সহ সভাপতি মোঃ ওমর ফারুক, সহ সভাপতি অহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন হৃদয়, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক নুরনবী চৌধুরী, সহ সভাপতি আমানত উল্লাহ কবির,সহ সেক্রেটারি মহিবুল ইসলাম রিফাত, সহ সেক্রেটারি সোহেল রানা প্রমুখ। সভাপতি সৈয়দ আইয়ুব আলী জানান শিক্ষার্থীদের মাস্ক ব্যবহারে আগ্রহ বাড়ানোর জন্য আমাদের সমিতির পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস এবং ভবিষ্যতে আমাদের এ ধারা অব্যাহত থাকবে।