পুরো মন্ত্রিসভা নিয়ে শনিবার পদত্যাগ করেছেন ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বিজয় রুপানি। বিধানসভা নির্বাচনের এক বছর আগে এ পদত্যাগ ভারতের রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।
পদত্যাগের বিষয়ে রুপানি বলেন, গুজরাটের উন্নয়নে ৫ বছর ধরে কাজ করছি প্রধানমন্ত্রী মোদির নির্দেশনায়। এখন রাজ্যের আরও উন্নতির জন্য নতুন শক্তি ও ক্ষমতার জন্য আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করছি।
তিনি বলেন, দল হিসেবে বিজেপি প্রয়োজন অনুসারে পরিবর্তন আনে। আমাদের এই একটি বিশেষ গুণ রয়েছে, দলের কর্মীরাও মনেপ্রাণে তা মেনে চলে। আমিও একই শক্তি নিয়ে দলের জন্য কাজ করে যাব।
রুপানি ও তার মন্ত্রিসভার পদত্যাগে বিজেপির সামনে এখন তিনটি পথ খোলা রয়েছে। নতুন মুখ্যমন্ত্রী নিয়োগ, রাষ্ট্রপতি শাসনের অধীনে রাজ্যকে নিয়ে আসা অথবা আগাম নির্বাচন।
খবর এনডিটিভি