নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব অর্পিতা রায় রবিবার রাত ০৮টায় (বাংলাদেশ সময়) নিউজিল্যান্ডে পিএইচডিরত অব¯’ায় আকস্মিক মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩০ বছর। নোবিপ্রবির মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অর্পিতা রায় রবিবার বাংলাদেশ সময় রাত আটটার দিকে নিউজিল্যান্ডের একটি হাসপাতালে মারা গেছেন। তাঁর এ অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। এক শোক বার্তায় মাননীয় উপাচার্য বলেন, ‘তাঁর এ আকস্মিক মৃত্যুতে নোবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত। তিঁনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও
তাঁর আত্মার শান্তি কামনা করেন। অর্পিতা রায়ের আকস্মিক মৃত্যুতে নোবিপ্রবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নোবিপ্রবি শিক্ষক সমিতির পক্ষ থেকে এক শোক বার্তায় অর্পিতা রায় এর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। উল্লেখ্য, অর্পিতা রায় ২০১৯ সাল থেকে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব অটোগা’তে পিএইচডি শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিলেন। তিঁনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার জাদপুর উপজেলায়।