রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী সঞ্চয় ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার, ১৩ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী নির্ধারিত এসব এমডিদের বেতন নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার টাকা।
প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষি ব্যাংকে এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম শিরীন আখতার। তিনি এ ব্যাংকেই উপ-ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। কৃষি ব্যাংকে শিরীন আখতারই প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক। এর আগের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানিয়া অবসরে যাওয়ার পর তিনি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানকে পদোন্নতি দিয়ে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে। পাশাপাশি পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন খন্দকার আতাউর রহমান। তিনি রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তাকে পদোন্নতি দিয়ে বিশেষায়িত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মহাব্যবস্থাপকদের জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করেছে। জ্যেষ্ঠ মহাব্যবস্থাপকদের থেকেই পরবর্তী সময়ে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেওয়া হবে।